Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৭, ১৬ ডিসেম্বর ২০২০

হীরার দুল হারিয়ে বিমানবন্দর কর্মীদের সাহায্য চাইলেন জুহি

জুহি চাওলা ও তার পোস্ট করা কানের দুলের ছবি

জুহি চাওলা ও তার পোস্ট করা কানের দুলের ছবি

বলিউড অভিনেত্রী জুহি চাওলা বিমানবন্দরে হীরার কানের দুল হারিয়ে ফেলেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজে।

সংবাদ প্রতিদিন জানায়, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে আসা সেই কানের দুলের ছবিও পোস্ট করেন জুহি চাওলা।

হীরার দুলটি খুঁজে পেতে বিমানবন্দরের কর্মীদের সহযোগিতা চেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক। ক্যাপশনে ঘোষণা দিয়েছেন, হারানো দুল ফেরত দিতে পারলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেবেন তিনি।

রোববার সকালে ওই পোস্টে জুহি লেখেন, ‘মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৮ নম্বর গেটে গাড়ি থেকে নেমেছিলাম। অ্যামিরেটসের কাউন্টারে গিয়ে সিকিউরিটি চেক করেছি। সেখানেই কোথাও একটা আমার দুলটি পড়ে গিয়েছে।’

তিনি বলেন, ‘কেউ যদি দুলটি খুঁজে দিতে সাহায্য করতে পারেন খুব উপকার হয়। পেলে দয়া করে পুলিশকে জানাবেন আর আমিও পুরস্কৃত করব। এই ম্যাচিং পিসটা আমার কাছে রয়েছে। গত ১৫ বছর ধরে আমি এই দুল জোড়া পরছি। দয়া করে এটা খুঁজে আমাকে সাহায্য করুন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ