Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৬, ১৮ ডিসেম্বর ২০২০

আব্দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি, দেয়া যাচ্ছে না কেমো

আব্দুল কাদের

আব্দুল কাদের

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফলে তাকে কেমোথেরাপি দেয়া যাচ্ছে না।

গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আব্দুল কাদেরকে। পরে ১৫ ডিসেম্বর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানা যায়।  

চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতাল থেকে আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি জানান, তার শ্বশুর এই মুহূর্তে কেমোথেরাপি দেয়ার মতো অবস্থায় নেই। কারণ, এই থেরাপি সহ্য করার মতো যে শারীরিক শক্তি দরকার, তা এই অভিনেতা সহ্য করতে পারবেন না।  

চিকিৎসকদের বরাত দিয়ে জেমি বলেন, বাবার শরীরে শক্তি কম। শেষ পর্যন্ত তাকে কেমো দেওয়া হচ্ছে না। বাবাকে যেন বাংলাদেশে নিতে পারি, এই জন্য চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। 

জেমি জানান, ২০ ডিসেম্বর দুপুরের একটি ফ্লাইটে এই অভিনেতাকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। ঢাকায় ফেরার পরই তাকে একটি হাসপাতালে ভর্তি করা হবে।

হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে 'বদি' চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আব্দুল কাদের। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি।

এ ছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র পরিচিত মুখ তিনি। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি তুমুল জনপ্রিয় টেলিভিশনের পর্দায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ