Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ ডিসেম্বর ২০২০

‘আমাদের সম্পর্ক পবিত্র নয় অমর’

সংগৃহীত

সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার ৮ মাস হতে চলেছে। এখনো পর্যন্ত সিবিআই তদন্তের রিপোর্ট পেশ করতে পারেনি। এই মৃত্যুর তদন্তে গিয়ে এখন মাদককাণ্ডের রহস্য উদঘাটনে ব্যস্ত সিবিআই।

কিন্তু এই সব করতে গিয়ে কোথায় যেন চাপা পড়ে যান সুশান্ত সিং রাজপুত। কিন্তু সবাই ভুলে গেলেও সুশান্তকে ভোলেনি 'পবিত্র রিস্তা' ধারাবাহিকের সদস্যরা।

সম্প্রতি একটি শ্রদ্ধা অনুষ্ঠানে 'পবিত্র রিস্তা' সবাই অংশ নেন। অঙ্কিতা লোখান্ডেও ছিলেন। তাকে দেখা যায় এই অনুষ্ঠানে নাচ করতে। পবিত্র রিস্তাতে সুশান্তের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, তার কিছু কথায় চোখে জল আসে সবার। এই মঞ্চেই সুশান্তকে মনে করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে।

অঙ্কিতা বলেন, 'যে সারাক্ষণ চাঁদ, তারার গল্প করতো, আজ সেই তারাদের দেশে চলে গিয়েছে। যে সবার জন্য স্বপ্ন ছিল, আজ তার সঙ্গে দেখা করাটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সুশান্ত নেই আজো মানতে পারছি না। আমরা কেউ মানতে পারছি না। তোমাকে কখনো ভুলবো না। আমাদের সম্পর্ক পবিত্র নয় অমর।" এটা বলেই কেঁদে ফেলেন অঙ্কিতা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই সবাই দেখেন। অনেকেই সুশান্তের জন্য ফের আওয়াজ তোলেন। তবে দেখা যাক শেষ পর্ষন্ত সুশান্তের মৃত্যু রহস্য কি মোড় নেয় !

সেই ভিডিওটি  দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ