Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১, ১৯ ডিসেম্বর ২০২০

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ডিপজল

ডিপজল

ডিপজল

বাংলা চলচ্চিত্রের খল অভিনেতাখ্যাত মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি চিকিৎসা করাতে দুবাই গিয়েছিলেন। বর্তমান বেশ সুস্থ আছেন এই অভিনেতা। সুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে তিনি দেশে ফিরেছেন।

শনিবার বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিপজল। তিনি বলেন, ‘আমি এখন সুস্থ আছি। ওখানে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে। তবে অন্য দুই হাসপাতাল বলেছে, ওষুধ খেয়ে চলে আসতে। এখন কোনো অসুবিধা নেই।’

গত ৭ ডিসেম্বর দুবাই থেকে ডিপজলের বড় ছেলে শাদমান মনোয়ার অমি গণমাধ্যমকে জানিয়েছিলেন, ডিপজলের হার্টে দুটি রি-ব্লক ধরা পড়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন।

মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ