Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:১৬, ২০ ডিসেম্বর ২০২০

আজ বকুলের জন্মদিন

আফসানা মিমি

আফসানা মিমি

মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও পরিচালক হিসেবে সবার কাছে জনপ্রিয় আফসানা মিমি। হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের বকুল চরিত্র দিয়ে তিনি আলোচনায় আসেন। আজ সেই বকুলের জন্মদিন।

এবার ৫২ বছরে পা রাখলেন আফসানা মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন তাকে।

জন্মদিনে আফসানা মিমি জানান, ‘যে দর্শকের জন্য আমি আজকের আফসানা মিমি তাদের জন্য ভালোবাসা রইলো। তাদের জন্য বলতে চাই, অনেক সংকটের মধ্যেই মানুষকে দিন পার করতে হয়। ব্যক্তিগত সংকট, অর্থনৈতিক সংকট। এই করোনা মহামারি হয়তো সেইসব সংকটগুলোকে আরও প্রকট করে তুলেছে। তবু যেন আমরা ধৈর্য্য ধরতে পারি। মনুষত্বটুকু যেন না হারাই। নিজের অস্থিরতা, সংকটের জন্য অন্যের জীবনকে যেন অস্থির না করে তুলি, সংকটে না ফেলি। চেষ্টা করা যাক সবাই মিলেমিশে একসঙ্গে সব সংকট মোকাবিলা করা যায় কি না’- দর্শকের কাছে দোয়া চেয়ে বললেন মিমি।

আফসানা মিমির জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর। তার বাবা সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 

নব্বই দশকে মিমির অভিনয়ের অভিষেক হয়েছিল বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে। অভিনেতা ও নির্দেশক সৈয়দ মাহিদুল ইসলামের ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর হয়ে অংশ নেন রাজদর্শন নাটকে। মনোজ মিত্রের লেখা সেই নাটকে তিনি রানির চরিত্রে অভিনয় করেছিলেন। তখন তার বয়স ১৮। তারপর থেকে নিজেকে একজন অভিনেত্রী হিসেবে মঞ্চে তিনি প্রতিষ্ঠিত করেন।

সেই সূত্র ধরেই টিভিতে প্রবেশ। ‘নক্ষত্রের রাত’, ‘বন্ধন’, ‘ডল’স হাউজ’, ‘কাছের মানুষ’ ইত্যাদি নাটকে মিমির অভিনয় উজ্জ্বল হয়ে আছে। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সেগুলো হলো ‘নদীর নাম মধুমতি (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’।

আফসানা মিমি নির্মাতা হিসেবেও আলাদাভাবে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার পরিচালনায় ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক নাটকটি দারুণ জনপ্রিয়তা পায় এটিএন বাংলায় প্রচার হলে। তিনি ‘মনের কথা’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করেও জনপ্রিয়তা পেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ