Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২০ ডিসেম্বর ২০২০

সুবাহ-আশিকের ‘মন বসেছে পড়ার টেবিলে’

শাহ্ হুমায়রা সুবাহ ও আশিক চৌধুরী

শাহ্ হুমায়রা সুবাহ ও আশিক চৌধুরী

শাবনূর ও রিয়াজ অভিনীত আলোচিত রোমান্টিক-কমেডি ‘মন বসে না পড়ার টেবিলে’, পরিচালনা করেন আব্দুল মান্নান। ১১ বছর পর একই নির্মাতা তৈরি করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’।

শনিবার রাজধানীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। তখন নির্মাতা সিক্যুয়েলের জন্য নতুন জুটিকে পরিচয় করিয়ে দেন। তারা হলেন শাহ্ হুমায়রা সুবাহ ও আশিক চৌধুরী।

তখন জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে উত্তরায় শুরু হবে ‘মন বসেছে পড়ার টেবিলে’র  ‍দৃশ্যায়ন।

পরিচালক মান্নান বলেন, “ছবিতে আমি বরাবরই কমেডিকে প্রাধান্য দিয়ে সফল হয়েছি। দেখা যাক এবার কী হয়!”

মাহি কথাচিত্রের ব্যানারে মোস্তাফিজুর রহমানের কাহিনী অবলম্বনে রোমান্টিক ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘মন বসেছে পড়ার টেবিলে’। আরও অভিনয় করছেন পীরজাদা শহিদুল হারুন, রেবেকা, শামীম আহমেদসহ অনেকেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ