Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:২১, ২০ ডিসেম্বর ২০২০

অভিনেতা আবীর চ্যাটার্জি করোনায় আক্রান্ত

আবীর চ্যাটার্জি

আবীর চ্যাটার্জি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ও রিয়েলিটি শো সারেগামাপা ২০২০ এর উপস্থাপক আবীর চ্যাটার্জি।

রোববার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আবির নিজেই।

আবীর লিখেছেন, ‘আবারো প্রমাণ হলো জীবনে কিছুই নিশ্চিত নয়। প্রোডাকসন টিমের কঠোর সতর্ক ব্যবস্থার মধ্যেই সবাই কাজ করছিলাম। কিন্তু আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবর হলো, আমি ভালো আছি। শুধুমাত্র কোনো গন্ধ পাচ্ছি না।’

তিনি লিখেছেন, ‘তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমি নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছি। শিগগিরই পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হবে। তারা নিরাপদ থাকবেন এটিই আমার একমাত্র চাওয়া।’

তিনি আরো লিখেছেন, ‘আমার আশাপাশে যারা এসেছেন, সবার প্রতি অনুরোধ আপনারা করোন পরীক্ষা করান। শুধু নিরাপদ থাকার জন্য এটি করুন।’

সবার ভালোবাসা ও দোয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ