Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ২১ ডিসেম্বর ২০২০

ফের বাবা হলেন করণবীর

সংগৃহীত

সংগৃহীত

ফের বাবা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণবীর বোহরা। করণের স্ত্রী তেজে সিধু জন্ম দিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে করণ জানিয়েছেন, এখন আমার ঘরে তিন দেবী। লক্ষ্মী, স্বরসতী ও পার্বতী! আমার আরেক কন্যাকে পেয়ে আমি খুবই খুশি। তিন কন্যার বাবা হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।  

করণ আরো লিখলেন, আমার দুই মেয়ে বেলা ও ভিয়েনাও দারুণ খুশি তাদের ছোট্ট বোনকে পেয়ে। তিন মেয়েকে নিয়ে আমি নিজেই তৈরি করে ফেললাম চার্লিস অ্যাঞ্জেল।

২০১৬ সালে করণ যমজ কন্যার বাবা হন। তারপর করণ ও স্ত্রী তেজে সিধুর কোল জুড়ে আসে আরেক কন্যা। কানাডাতেই এই ফুটফুটে কন্যার জন্ম দেন করণের স্ত্রী।

করণের পোস্ট করা ভিডিও দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ