Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ২১ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০৮, ২১ ডিসেম্বর ২০২০

অভিনেতা আব্দুল কাদেরের শরীরে করোনা শনাক্ত

আব্দুল কাদের

আব্দুল কাদের

ক্যান্সার আক্রান্ত অভিনেতা আব্দুল কাদেরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) ভারতের চেন্নাই থেকে দেশে ফিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেতা কাদের। সেখানে পরীক্ষা করা হলে সোমবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অভিনেতার অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে মেডিকেল অনকোলজিস্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে আছেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর পারিবারিক সিদ্ধান্তে আব্দুল কাদেরকে চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আবারও পরীক্ষা-নিরীক্ষা করার পর ১৫ ডিসেম্বর জানা যায়, আবদুল কাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ