Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২২ ডিসেম্বর ২০২০

মীর সাব্বিরের ছবিতে গাইলেন নচিকেতা

মীর সাব্বির ও নচিকেতা

মীর সাব্বির ও নচিকেতা

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির নির্মাণ করছেন সরকারি অনুদানের সিনেমা ‘রাত জাগা ফুল’। সেই ছবিতে  একটি গানে কণ্ঠ দিলেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী।

‘‌দিন বদলের দিন শুরু’ শিরোনামের গানটি লিখেছেন মীর সাব্বির । গানটির সুর করেছেন কলকাতার তমাল চক্রবর্তী। কলকাতাতে বসেই গানটিতে কণ্ঠ দিয়েছেন নচিকেতা।

গানটি সম্পর্কে মীর সাব্বির বলেন, 'নচিকেতার মতো বড় মাপের একজন শিল্পী আমার সিনেমায় গান গেয়ে দিচ্ছেন এ জন্য তার কাছে আমি কৃতজ্ঞ। গানটি লিখেছি আমি, যাতে এক ধরনের সচেতনতার কথা বলা হয়েছে। দর্শকরা গানটিতে শিক্ষামূলক বার্তা পাবেন।'

'রাত জাগা ফুল' ছবির সঙ্গীতায়োজন করছেন ইমন চৌধুরী। এর আগে মীর সাব্বিরের কথায় ছবিটির টাইটেল গানে কণ্ঠ দেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।  এই গানটিরও সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড’। সিনেমাটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হোরায়রা তানভীর, ঐশী প্রমুখ।

 আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ