Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ২২ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী রাকুল

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী  রাকুল প্রীত সিং। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিনেত্রী রাকুল তার পোস্টে লেখেন, ‘সবাইকে জানাচ্ছি যে, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

তবে বর্তমানে ভালো আছেন জানিয়ে  তিনি লেখেন, ‘আমি ভালো আছি এবং বিশ্রাম নিচ্ছি যেন খুব তাড়াতাড়ি শুটিংয়ে ফিরতে পারি। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে দয়াকরে টেস্ট করাবেন। ধন্যবাদ এবং নিরাপদ থাকবেন।’

অজয় দেবগনের ‘মে ডে’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেত্রী। অজয়ের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। এতে আরো অভিনয় করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন অজয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ