Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২৩ ডিসেম্বর ২০২০

প্রথম চলচ্চিত্র নিয়ে আসছেন হুমায়ূনপুত্র নুহাশ

সংগৃহীত

সংগৃহীত

হ‌ুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ। বিভিন্ন সময়ে তৈরি করেছেন নাটক, ওয়েব কনটেন্ট, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও । এরই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন জানান, তার প্রথম ফিচার ফিল্মের নাম ‘মুভিং বাংলাদেশ’। রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’ নিয়ে গড়ে উঠেছে ছবির গল্প।

তিনি ছবির প্রথম পোস্টারও শেয়ার করেন। তবে জানাননি কারা অভিনয় করছেন।

নুহাশ জানায়, ট্রাফিক জ্যামে অতিষ্ঠ হয়ে একদল তরুণ কীভাবে নতুন একটি অ্যাপ নিয়ে মাঠে নামে সেই সত্য গল্প উঠে আসে এ সিনেমায়। পাঠাও নামের সেই উদ্যোগটি তাদের জীবন বদলে দেয়।

এক বছর ধরে গোপনে ‘মুভিং বাংলাদেশ’-এর দৃশ্যায়নের আগের কাজগুলো সম্পন্ন করেছেন তিনি। ভারতের ফিল্ম বাজারে বাংলাদেশের একটি ছবি হিসেবে যুক্ত  হয় ‘মুভিং বাংলাদেশ’।

সিনেমাটি প্রযোজনা করছেন ‘মাটির প্রজার দেশে’-খ্যাত আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।

বিজনের মতে, এ সিনেমা বাংলাদেশের অন্য একটি রূপ তুলে ধরবে।

হ‌ুমায়ূন আহমেদের ছেলে জানান, অনুপ্রেরণামূলক সত্য কাহিনি নির্ভর সিনেমাটি নিয়ে সবার সমানে হাজির হতে আর অপেক্ষা করতে পারছেন না। সামনের বছর শুরু হবে এ ছবির শুটিং।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ