Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ২৩ ডিসেম্বর ২০২০

পরিবারের ৩৫ সদস্যকে নিয়ে করোনামুক্ত হলেন অভিনেত্রী

সংগৃহীত

সংগৃহীত

জনপ্রিয়  চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পীসহ তার পরিবারের ৩৫ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তের মধ্যে কেউ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন, আবার কেউ হাসপাতালে।

 শিল্পী বলেন, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই তাদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। তবে করোনাকে এরই মধ্যে জয় করেছেন তারা সবাই।

২২ ডিসেম্বর সন্ধ্যায় এ নায়িকা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তিনিসহ তার পরিবারের সদস্যরা করোনা থেকে মুক্ত হয়েছেন। তাদের দ্বিতীয় দফার করোনা টেস্টে সবার রিপোর্টে কভিড-১৯ নেগেটিভ এসেছে।

শিল্পী বলেন, আলহামদুলিল্লাহ কোনো দূর্ঘটনা ছাড়াই আমরা সবাই করোনা থেকে মুক্ত হয়েছি। আজ রিপোর্ট হাতে পেলাম। সবারই করোনা নেগেটিভ। আল্লাহর কাছে শুকরিয়া জানানোর আসলে ভাষা নেই। অনেক শিশু ও বয়স্করাও করোনায় আক্রান্ত ছিলো আমার পরিবারে। খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। এখন স্বস্তি পাচ্ছি।

তিনি আরো বলেন, করোনা চলে গেলেও শারীরিক দুর্বলতা রয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ ও খাবার গ্রহণ করছি সবাই। কয়েকটা দিন লেগে যাবে পুরোপুরি ঠিক হতে। অত্যন্ত ভয়ংকর ভাইরাস এটি। শরীর ও মনকে একেবারে দুর্বল করে দেয়া। দোয়া করি এই ভাইরাস থেকে যেন দেশের প্রতিটি মানুষ মুক্ত থাকেন। সবার সাবধানে থাকা জরুরি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ