Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ২৩ ডিসেম্বর ২০২০

না ফেরার দেশে অভিনেতা সেলিম আহমেদ

অভিনেতা সেলিম আহমেদকে

অভিনেতা সেলিম আহমেদকে

করোনাভাইরাস এবার কেড়ে নিল অভিনেতা সেলিম আহমেদকে। বুধবার সকালে এই অভিনেতা না ফেরার দেশে চলে গেছেন।

গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতা‌লে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা সেলিম।

মঙ্গলবার সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে নতুন ধরণের মেডিসিন প্রটোকল তৈরি করে প্রয়োগ করা হয়, তাতে করে ইতিবাচক সাড়া মেলে। কিন্তু শেষ রক্ষা হলো না।

এর আগে ম্যা‌সিভ হার্ট অ্যাটাক করলে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

অভিনয়ের পাশাপাশি সেলিম আহমেদ ছিলেন একাধারে ভাস্কর, চিত্রকর, কবি, নাট্যশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনার। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বেশ কয়েকজন অভিনয়শিল্পী।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ