Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২১:৫১, ২৩ ডিসেম্বর ২০২০

নাট্যকার মান্নান হীরা মারা গেছেন

ফাইল ছবি

ফাইল ছবি

নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্নান হীরার মৃত্যুর খবরটি জানিয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। 

হীরা পথ নাটকের আন্দলনের সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে। তিনি পথ নাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক। 

২০১৪ সালে তিনি সরকারের অনুদানে শিশুতোষ চলচ্চিত্র একাত্তরের ক্ষুদিরাম তৈরি করেন। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। মান্নান হীরা ২০০৬ সালে নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

মান্নান হীরা রচিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে, ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘ইদাঁরা’, ‘বৌ’, ‘জননী বীরঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘পন্তা আকালী’, ‘মংগা কাহিনী’, ‘ওয়ারিশ’ ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ