Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৮, ২৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:০৪, ২৩ ডিসেম্বর ২০২০

সেন্স অফ হিউমার একদম আমার মতো: তাহসান

মেয়ের সঙ্গে তাহসান। ফাইল ছবি

মেয়ের সঙ্গে তাহসান। ফাইল ছবি

জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খান ও অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার মেয়ে আয়রা। অনেকদিন পর বাবাকে কাছে পেয়ে খুনসুটিতে মেতেছে আয়রা। এদিকে বাবা-মেয়ের এই খুনসুটি দেখে খুশি মিথিলা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে তাহসানের ইনস্টাগ্রাম পেজে বাবা-মেয়ের খুনসুটির ঝলক পাওয়া গেলো। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। আর তাকে সমান তালে সঙ্গ দিয়ে চলেছেন তাহসান।

সাধারণত তাহসান স্বল্প কথার মানুষ বলেই পরিচিত অনুরাগী মহলে। তবে মেয়েকে পেয়ে যেন সবটাই ওলোট-পালট। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।

বাবা-মেয়ের এই যুগলবন্দি দেখে হাসি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের এভাবে দেখে কতটা খুশি অভিনেত্রী।

এরপরেই তাহসান লেখেন, ‘সেন্স অফ হিউমার একদম আমার মতো’। তার কথায় সহমত পোষণ করেন মিথিলাও।

তাহসান-মিথিলার এই সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরাও। ছোট্ট আয়রাকেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

প্রসঙ্গত, কাজের জন্য মেয়েকে নিয়ে আপাতত ঢাকায় আছেন মিথিলা। বাংলাদেশের জি ফাইভের কাজ সেরে ক্রিসমাসেই কলকাতায় ফেরার কথা ছিলো দু’জনের। কিন্তু আরো কয়েকটি কাজ চলে আসায় ঢাকাতেই থাকতে হবে তাদের।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ