Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৩:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২১

কেমন আছেন হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান?

এটিএম শামসুজ্জামান

এটিএম শামসুজ্জামান

গত বুধবার হঠ্যাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের কিংবদন্তী অভিনেতা এটিএম শামসুজ্জামান। এখনও চিকিৎসাধীন রয়েছেন সেখানে। তবে আগের থেকে ভালো আছেন তিনি।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। ওনার অক্সিজেনের মাত্রা বেড়েছে। প্রথমে অক্সিজেনের মাত্রা ৮৩ ছিল, এখন তা ৯৮। তাছাড়া ৫ লিটারের জায়গায় এখন ১ লিটার দেওয়া হচ্ছে। সকালে বুকে সিটি স্ক্যান করা হয়েছে, সেই রিপোর্টও ভালো এসেছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসক আরও কয়েকটি রিপোর্ট দিয়েছেন, সেগুলো হাতে আসলে আশা করছি আগামী শনিবার (২০ ফেব্রুয়ারি) বাবাকে নিয়ে বাসায় ফিরতে পারবো।’

গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে জরুরিভিত্তিতে ভর্তি করানো হয় এই অভিনেতাকে।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান। সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে এটিএম শামসুজ্জামান

 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ