Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৩ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২১

নিজের আত্মরক্ষায় জিডি করলেন অভিনেত্রী বুবলি

অভিনেত্রী বুবলি

অভিনেত্রী বুবলি

অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলিকে বাসা ফেরার সময় গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। নিজের আত্মরক্ষায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ নায়িকা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শুটিং থেকে বাসায় ফেরার সময় উত্তরায় তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টা করা হয় বলে দাবি করেছেন নায়িকা। এর পরের দিন অর্থাৎ শুক্রবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জিডিটি করেন বুবলি।

জিডিতে বুবলি উল্লেখ করেন, আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রের কাজের কারণে প্রায় সময় আমাকে বিভিন্ন জায়গায় যাওয়া–আসা করতে হয়। শুটিংয়ের কারণে বাসায় ফিরতে অনেক সময় রাত হয়ে যায়। এমতাবস্থায় প্রায় গত বেশ কয়েকদিন অজ্ঞাতনামা ব্যক্তিরা নম্বরবিহীন প্রাইভেট কার ও মাইক্রোবাস ব্যবহার করে আমাকে ফলো করছে। অদ্য ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নারায়ণগঞ্জ থেকে শুটিং শেষ করে উত্তরার ১০ নম্বর সেক্টরের বাড়িতে ফেরার পথে আনুমানিক ৩ টার সময় উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের জসীম উদ্দীন রোডে পৌঁছামাত্র উল্টো দিক থেকে নম্বর প্লেটবিহীন একটি প্রাইভেটকার এসে আমার গাড়ির সামনে হার্ড ব্রেক করে। আমি আশঙ্কা করছি, অজ্ঞাতনামা ব্যক্তিরা যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে।

সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান ইলিয়াস শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বলেন, সাধারণ ডায়েরি হয়েছে, এবার তদন্ত হবে। একজন উপ পরিদর্শক বিষয়টি তদন্ত করবেন। তদন্তের পর আরও বিস্তারিত জানাতে পারব।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

‘অভিনেত্রী বুবলিকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা’

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ