Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৭:০৯, ২৩ মার্চ ২০২১

বয়ফ্রেন্ড খুঁজছেন পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। জরুরি ভিত্তিতে তার বয়ফ্রেন্ড দরকার। হ্যাঁ, শুনতে হাস্যকর লাগলে এটাই সত্যি। আর এটি জানিয়েছেন নায়িকা নিজেই।

সোমবার (২২ মার্চ) পরীমনি তার ফেসবুক টাইমলাইনে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এ কথা।

পরীমনি লিখেন,

‘Need a Boyfriend badly! Jar sathey aramse ettu Talli howya jay *** eha ekti jotil serious post!’

অভিনেত্রীর এমন পোস্টে মজা নিচ্ছেন তার ফ্যানরা। সেখানে কমেন্ট সেকশনে কেউ করছেন রসিকতা, কেউ হয়ে যাচ্ছেন ইমোশনাল। তবে সেই ইমোশনে কতটুকু রসিকতা সে বিষয়ে এই প্রতিবেদনের লেখক নিশ্চিত না।

বর্তমানে পরীমনি রয়েছেন কলকাতায়। পরীমনি অভিনীতস্ফুলিঙ্গচলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটি স্বাধীনতা দিবসে মুক্তি পাবে। এর বাইরেমুখোশসহ বেশ কিছু সিনেমায় কাজ করছেন পরীমনি।

ফেসবুকে পরীমনির পোস্ট খুঁজে বের করে একবার আপনার কপালও দেখে আসতে পারেন, হয়তো সামনের ঈদে পরীমনি আপনাকে নিয়েই শপিংয়ে যাবেন।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ