Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ২৫ এপ্রিল ২০২২
আপডেট: ১৯:৫৬, ২৫ এপ্রিল ২০২২

হাতে হারিকেন নিয়ে ঈদে গান গাইবেন মাহফুজুর রহমান

বেশ আগে, ২০১৬ সালের ঈদ-উল-আযহা। তখন টেলিভিশনের পর্দায় গান গাইতে নামেন বেসরকারি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সেই থেকে শুরু, প্রতি ঈদেই দেখা যায় তাঁর গানের পরিবেশনা। এবার ঈদেও দর্শক মাতাবেন তিনি, হাতে হারিকেন নিয়ে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান।

প্রতি বছর ঈদ এলেই এটিএন বাংলার পর্দায় দেখা যায় ড. মাহফুজুর রহমানের একক গানের অনুষ্ঠান। প্রতিবারই তার একক গানের অনুষ্ঠান টিআরপিতেও অন্যসব অনুষ্ঠানকে টেক্কা দিয়ে উপরে উঠে আসে। আসন্ন ঈদেও একক গানের অনুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এবারের তার একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘‘তুমি আমার প্রেয়সী’’।

এটিএন বাংলার পাঠানো এক মেইলবার্তায় এসব তথ্য জানা যায়।

মেইলবার্তায় বলা হয়, ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।  যাতে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

আইনিউউজ/এসডি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! | বৃদ্ধের কষ্ট

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

শবে বরাত ভাগ্যরজনীর রাত, যে রাতে আল্লাহ মানুষের রিযেক-ধনদৌলত-আয়ু দান করেন

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়