Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ২২ এপ্রিল ২০২২

কেজিএফ চ্যাপ্টার ২ : সবচেয়ে দ্রুততম ব্যবসাসফল সিনেমা

নবীন কুমার গৌড়া ওরফে ইয়াশ কন্নড় মুভি ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত। আর বলিউডের স্বনামধন্য অভিনেতা সঞ্জয় দত্তের খলনায়ক হিসেবে আবির্ভাব মোটেই নতুন নয়। “কেজিএফ চ্যাপ্টার ২” তে তার আধিরা চরিত্রটি মিডিয়া জুড়ে বেশ সমাদৃত হয়েছে। এছাড়াও মুভিটিতে ৯০ দশকের সংবেদনশীল নায়িকা রাভিনা ট্যান্ডন-এর রেমিকা সেন-এর চরিত্রটিও একটি আলাদা মাত্রা যোগ করেছেন।

এছাড়াও অভিনয় শিল্পীদের মধ্যে শ্রীনিধি শেঠি এবং প্রকাশ রাজের নৈপুণ্যও দর্শকদের নজর কেড়েছে।

“এক্সেল এন্টারটেইনমেন্ট” এবং “এএ ফিল্মস” ফিল্মটির হিন্দি সংস্করণ প্রচারের স্বত্ব অর্জন করেছে। এই সংস্করণটির স্যাটেলাইট স্বত্ব সনি ম্যাক্সের। ফার্স ফিল্মসের প্রচারণায় ভারতের বাইরে সারা বিশ্ব পরিচিত হতে পেরেছে অ্যাকশন ফিল্মটির সঙ্গে।

চলচ্চিত্রটির তেলেগু, কন্নড়, মালায়লাম ও তামিল সংস্করণের স্যাটেলাইট স্বত্ব নিয়েছে জি নেটওয়ার্ক। আর হিন্দি থেকে শুরু করে মালায়ালাম পর্যন্ত পাঁচটি ভাষাতেই ছবিটির ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব অ্যামাজন প্রাইম ভিডিওর।

ছবিটি বানাতে সর্বমোট খরচ হয়েছে প্রায় ১০০ কোটি রুপি। কন্নড় চলচ্চিত্রের ইতিহাসে এটিই সব থেকে ব্যয়বহুল সিনেমা।

মুক্তির দ্বিতীয় দিনে মুভিটির ২৮৬ কোটি রুপি উপার্জন মুভিটিকে সর্বকালের সর্বোচ্চ আয়কারী কন্নড় ছবিতে পরিণত করেছে। হিন্দি সংস্করণটি প্রথম দিনেই ৫৩.৯৫ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড সৃষ্টি করে। কন্নড় এবং মালায়ালাম মুভি হিসেবেও এর উদ্বোধনী আয় সর্বোচ্চ। সব মিলিয়ে বিশ্বব্যাপী মুভিটির ৬২৫ কোটি রুপি আয় ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

বলিউড পাড়ায় কন্নড় চলচ্চিত্রের প্রভাব নতুন নয়। বিশ্বব্যাপী সবচেয়ে বেশি এবং দ্রুত উপার্জনকারী কন্নড় সিনেমা হিসেবে কেজিএফ চ্যাপ্টার ২-এর জয়যাত্রা আরও একবার তা প্রমাণ করে দিলো। এছাড়া গত কয়েক যুগ ধরে অন্যান্য সকল জনরার উপর মারকুটে অ্যাকশন ঘরানার মুভিগুলোর কর্তৃত্ব স্থাপনকে অব্যাহত রাখছে এই ছবিটি।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! | বৃদ্ধের কষ্ট

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

শবে বরাত ভাগ্যরজনীর রাত, যে রাতে আল্লাহ মানুষের রিযেক-ধনদৌলত-আয়ু দান করেন

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়