আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৪১, ৯ জুলাই ২০২১
করোনাভাইরাসের সংক্রমণ রোধে থাইল্যান্ডে কারফিউ জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত্রিকালীন কারফিউ জারি করেছে থাইল্যান্ড সরকার। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে জারি থাকবে এ কারফিউ। যার সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতিদিন রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত।
শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে এ কারফিউ।
বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।
খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা বন্ধ করে দিতে হবে রাত আটটার মধ্যে। এছাড়া অন্য সব দোকান-পাট বন্ধ থাকবে।
মানুষজনের একসাথে জড় হওয়ার বিষয়েও রয়েছে বিধিনিষেধ। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।
দেশটিতে শুক্রবার ৯ জুলাই, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের। গত এপ্রিল মাস থেকে থাইল্যান্ডে চলছে করোনার তৃতীয় ঢেউ।
এছাড়া তার আগের দিন বৃহস্পতিবার থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা সংক্রমণের এ উর্ধ্বগতি রোধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান