Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:১৯, ২০ নভেম্বর ২০২৪

সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ঘন কুয়াশা দেখা দেবে। বুধবার (২০ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়