Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৪, ২৭ জুলাই ২০২২

ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ১৩‘শ টাকা

এর আগে ১৭ জুলাই দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়

এর আগে ১৭ জুলাই দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ফলে বাংলাদেশেও স্বর্ণের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে দেশের জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুস জানিয়েছে ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা। এ মানের সোনার ভরির  বর্তমান বিক্রয়মূল্য ৭৮ হাজার ৫৫৭ টাকা।

বুধবার (২৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশেও স্বর্ণের  দাম বাড়ানো হলো। স্বর্ণের গহনা বিক্রয়ের সময় ক্রেতার কাছ থেকে ভরিতে ৩ হাজার ৫০০ টাকা মজুরি নেওয়ার অনুরোধ করেছে বাজুস।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৮ হাজার ৫৫৭ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা। দাম বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা।   গতকাল নতুন করে দাম বাড়ানোয় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৫ হাজার টাকা। আগে দাম ছিল ৭৩ হাজার ৮১৬ টাকা। দাম বেড়েছে ১ হাজার ১৮৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৬৯ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৬৩ হাজার ১১১ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়লেও বাড়েনি বা কমেনি রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেটের ভরি ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ২১৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দামে  সোনা বিক্রির অনুরোধ করা হলো।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়