নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:১৬, ২৭ জুলাই ২০২২
শাবিপ্রবিতে শিক্ষার্থী খুন
বুলবুল হত্যায় ৩ জন আটক, পাওয়া গেলো হত্যার ছুরি
বাঁ থেকে সন্দেহভাজন এই ৩ জনকে আটক করেছে পুলিশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ খুনের ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সোমবার রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়।
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার বাদী হয়ে অজ্ঞাতনামা দিয়ে সিলেটের জালালাবাদ থানায় একটা মামলা দায়ের করা হয়েছে। ৩০২ ধারায় এ মামলা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মামলা দায়ের করেছেন। বুলবুলের বুকের বামপাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে মামলায় বলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তাদের সবাই বহিরাগত।
আসামিরা হলেন- কামরুল ইসলাম (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)।
তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা টিলারগাঁওয়ের বাসিন্দা। তাদের বাড়ি পাশাপাশি বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
এদিকে মঙ্গলবার নিহত বুলবুলের ময়না তদন্ত শেষে বেলা দেড়টার দিকে ওসমানী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর হলে লাশ নিয়ে তারা বাড়ির উদেশে রওনা হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা হবে। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও তাদের ধৈর্য্য ধারনের আহ্বান জানিয়ে বলেন, আমরা নিহত ছাত্র বুলবুলের পরিবারের পাশে থাকবো।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 'গাজিকালুর টিলায় বুলবুল আহমেদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন। পরে আহত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনিউজ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া