Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ২২ অক্টোবর ২০২২

বিএনপির গণসমাবেশ : খুলনা যেন মিছিলের শহর

খুলনায় বিএনপির গণসমাবেশে মানুষের জোয়ার

খুলনায় বিএনপির গণসমাবেশে মানুষের জোয়ার

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রাথমিক কর্মসূচি শুরু হয়ে গেছে। শনিবার (২২ অক্টোবর) সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সূচনা বক্তব্য ও আনুষ্ঠানিকতার সাথে গণমাবেশ শুরু হয়। গণসমাবেশকে ঘিরে খুলনা নগরী যেন এক মিছিলের শহরে পরিণত হয়েছে।

খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায়। এ সময় অনেক মোড়ে পুলিশকে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত এলাকা।

ঝিনাইদহের কালিগঞ্জ থেকে সমাবেশে যোগ দেওয়া যুবদল কর্মী শফিকুল ইসলামু জানান, শুক্রবার রাতে রকেট ট্রেনে তারা খুলনার সমাবেশে এসেছেন। ট্রেনে তিল ধারণের জায়গা ছিল না। অনেকে ঝুলে, আবার অনেকে ট্রেনের ছাদে উঠে এসেছেন।

তিনি আরও বলেন, আসার পথে পুলিশ বাধা না দিলেও বিভিন্ন জায়গায় ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন।

যশোরের বাঘারপাড়া উপজেলা কৃষক দল নেতা রবিউল ইসলাম জানান, আসার পথে ফুলতলা উপজেলায় তাদের বাধা দেওয়া হয়েছে। তারা বাধা উপেক্ষা করেই সমাবেশে যোগ দিয়েছেন।

মেহেরপুর থেকে আসা বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, তারা শুক্রবার রাতে একটি পিকআপ ভ্যানে একসঙ্গে ২০-২৫ জন খুলনায় এসেছেন। সারা রাত তারা না খেয়ে, না ঘুমিয়ে কাটিয়েছেন। তবে, এতে তাদের কষ্ট নেই বলে জানান।

মাগুরার মহম্মদপুরের পলাশবাড়ীয়া থেকে আসা শিমুল বলেন, অনেক বাধাবিঘ্ন উপেক্ষা করে ভোরে সমাবেশ এসে পৌঁছেছেন।

শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা নূর মিয়া মোল্লা বলেন, রাতে ৫০ জন নেতাকর্মী ট্রলারে খুলনার উদ্দেশে রওনা দেন। নওয়াপাড়ায় তাদের আটকিয়ে দেওয়া হয়। পরে তারা ভ্যানে, পায়ে হেঁটে, সিএনজিতে করে সকাল সাড়ে ১০টায় সমাবেশস্থলে পৌঁছান।

  • খুলনায় সমাবেশ : কাঁথা-বালিশ নিয়ে রাত থেকেই বিএনপি কর্মীদের ভিড়

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলনে বলেছেন, শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সমাবেশ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনদাবির সমর্থনে আন্দোলনে শহীদ পাঁচ সহকর্মী হত্যার বিচারের দাবিতে, এই সমাবেশ দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে। যেকোনো মূল্যে এই কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশকে বানচাল করতে বিভাগজুড়ে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। লঞ্চঘাট, ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সারারাত অভিযান চালিয়ে ৬০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। শতবাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়