Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ৪ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারের আগুনে আহত ২৩ জন

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়।

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরিমধ্যে আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে হাসপাতাল দুইটি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে। 

জানা যায়, ঢামেক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন ১৭ জন ও ভর্তি আছেন চারজন। ভর্তি হওয়া রোগীরা হলেন- নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২)। 

এছাড়া বার্ন ইনস্টিটিউটে দুইজন ভর্তি আছেন। তারা হলেন- ফায়ারম্যান মেহেদী হাসান ও দোকানের কর্মচারী মো. রাব্বী (১৭)। এছাড়া হৃদয় (১৩) নামে আরেকজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. এসএম আইয়ুব হোসেন সমকালকে বলেন, ফায়ারম্যান মেহেদী হাসানের শ্বাসনালী ধোঁয়ায় আক্রান্ত হয়েছে। হৃদয়ের এক শতাংশ পুড়ে গেছে এবং রাব্বীর দুই শতাংশ পুড়ে গেছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সমকালকে বলেন, আহতরা কেউ হালকা আঘাত পেয়েছেন। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।  ঢামেক হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর এদিন বেলা বারোটা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার।

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৫ হাজার দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। এবং লোকসান হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এজন্য প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছেন সমিতির সভাপতি হেলাল উদ্দিন। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়