আই নিউজ প্রতিবেদক
বাংলাদেশ-ব্রুনাই ছাড়া বিশ্বের সব মুসলিম দেশে ঈদুল ফিতর আজ
সুদানের একটি ময়দানে ঈদের জামাতে অংশ নিতে আসা লোকেদের ভিড়। ছবি- সংগৃহীত
বাংলাদেশ এবং ব্রুনাই দেশ ছাড়া বিশ্বের বাকি সব মুসলিম দেশেই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। পাকিস্তানেও ২৯ রমজান শেষে সৌদির সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল ফিতর উদযাপন করছে। তবে, শুধুমাত্র ব্রুনাই এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল)।
ভারতের কিছু শহরেও ঈদুল ফিতর উদযাপন হচ্ছে বুধবার। বাংলাদেশে জাতীয়ভাবে ১১ এপ্রিল ঈদ পালন করা হবে। তবে সৌদির সঙ্গে মিল রেখে দেশের একাধিক গ্রামবাসী বুধবার ঈদ উদযাপন করছেন। বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস হচ্ছে ৩০ দিনে। আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
এবার বেশিরভাগ মুসলিম দেশে একদিনেই ঈদ পালন করা হচ্ছে। সবার আগে ঈদ পালন করেছে আফ্রিকার দেশ নাইজার, নাইজেরিয়া ও মালিতে। ৯৮ শতাংশ মুসলিমের দেশ নাইজারে ঈদ পালন করা হয় মঙ্গলবার। নাইজার ও মালিতেও সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদুল ফিতর পালন করা হয়।
তবে বেশিরভাগ মুসলিম দেশ ঈদুল ফিতর উদযাপন করছেন আজ বুধবার। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশ, পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও ভারতের তিন অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ভারতের বেশিরভাগ অঞ্চল ও বাংলাদেশ ঈদ পালিত হবে বৃহস্পতিবার।
যেসব মুসলিম দেশে ঈদ পালিত হচ্ছে আজ—
নাইজার: ৯ এপ্রিল সোমবার, রোযা ২৯টি
নাইজেরিয়া: ৯ এপ্রিল সোমবার, রোযা ২৯টি
মালি: ৯ এপ্রিল সোমবার, রোযা ২৯টি
পাকিস্তান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি
মালয়েশিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
ফিলিস্তিন : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
ইন্দোনেশিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।স
সৌদি আরব : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি।
আরব আমিরাত : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
কাতার : ১০ এপ্রিল, বুধবার, রোযা, ৩০টি।
ইয়েমেন : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০ টি।
ওমান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯ টি।
জর্দান : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
মিশর : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
তিউনিসিয়া : ১০ এপ্রিল, বুধবার, রোযা ৩০টি।
মরক্কো : ১০ এপ্রিল, বুধবার, রোযা ২৯টি।
ব্রুনাই: ১১ এপ্রিল, বৃহস্পতিবার, রোযা ৩০টি।
বাংলাদেশ: ১১ এপ্রিল, বৃহস্পতিবার, রোযা ৩০টি।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের