Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৫ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধুর ছবি ছাড়াই আসছে নতুন ব্যাংকনোট 

বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের ব্যাংকনোট। ছবি- সংগৃহীত

বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের ব্যাংকনোট। ছবি- সংগৃহীত

দেশের অর্থনীতির বাজারে বঙ্গবন্ধুর ছবি ছাড়াই আসছে ব্যাংকনোট। অর্থ মন্ত্রণালয় সমস্ত মূল্যমানের ব্যাংকনোটের জন্য নতুন ডিজাইনের অনুরোধ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। 

সূত্র মতে, প্রায় ছয় মাসের মধ্যে নতুন নকশা জমা দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি নোটের জন্য চারটি ভিন্ন ডিজাইন জমা দেওয়া হবে। তবে, নতুন নোট প্রচলন প্রক্রিয়া প্রায় দুই বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, বঙ্গবন্ধুর ছবিসহ বাজারে থাকা বর্তমান ব্যাংক নোটগুলো ধীরে ধীরে পরবর্তী কয়েক বছরের মধ্যে নতুন নোটগুলোর সাথে প্রতিস্থাপিত হবে৷

বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের সব ধরনের নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে।

চিঠিত বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নতুন নোট প্রচলনের জন্য কী ধরনের নকশা উপযুক্ত হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব অর্থ বিভাগে একটি সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

বর্তমানে, বাংলাদেশের সমস্ত কাগজের নোট – ২ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে – বঙ্গবন্ধুর ছবি। কিছু নোট দুই পাশে তার ছবি বহন করে, ধাতব মুদ্রায় তার প্রতিকৃতিও রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়