Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১৮:১৪, ৫ আগস্ট ২০১৯
আপডেট: ১৮:১৫, ৫ আগস্ট ২০১৯

মশার লার্ভা মারতে কেরোসিন

এখন নালা, নর্দমার সামান্য কেরোসিন ছিটালে কি হয়? কেরোসিন হালকা হওয়ায় তা পানির ওপর আলাদা পাতলা একটা স্তর তৈরি করে ভাসতে থাকে, ফলে লার্ভা কেরোসিন স্তর ভেদ করে তার লেজ দিয়ে আর শ্বাসপ্রশ্বাস কাজ চালাতে পারেনা। ফলে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যায়।

  ডা. মোহাম্মদ সাঈদ এনাম :  আজ থেকে ২৫-৩০ বছর আগে কথা। মশার লার্ভা, মাছি এসব ধ্বংস করতে সচেতন গ্রামের মানুষ বাড়ির পাশে নালা, নর্দমায় মাঝে-মধ্যে সামান্য কেরোসিন ছেড়ে দিতেন।

কেরোসিন দাহ্য পদার্থ। জৈবিক কোন বিক্রিয়ায় সে মশার লার্ভা নষ্ট করেনা। তাহলে কিভাবে লার্ভা মরে কেরোসিনে? অবশ্য এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কেরোসিনের ঘনত্ব কম এবং পানির চেয়ে হালকা। কেরোসিন পানিতে ছাড়লে তা পানির উপর পাতলা একটা আবরণ তৈরি করে ভেসে থাকে।

ছোট মশার লার্ভার বসত বেশ ইন্টারেস্টিং। সে তার মাথা নীচে এবং লেজ'টা উপরে দিয়ে অনেকটা চ্যাংদোলা বা লেজদোলা হয়ে পানিতে মনের আনন্দে ভাসতে থাকে থাকে। লার্ভার লেজের মধ্যে থাকে ছিদ্র এবং এরমধ্যে দিয়ে সে পানির উপরিভাগের বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাস-প্রশ্বাস চালায়।

এখন নালা, নর্দমার সামান্য কেরোসিন ছিটালে কি হয়? কেরোসিন হালকা হওয়ায় তা পানির ওপর আলাদা পাতলা একটা স্তর তৈরি করে ভাসতে থাকে, ফলে লার্ভা কেরোসিন স্তর ভেদ করে তার লেজ দিয়ে আর শ্বাসপ্রশ্বাস কাজ চালাতে পারেনা। ফলে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যায়।

এ হলো আমাদের আগের দিনের মানুষদের সহজ পন্থায় মশক নিধন প্রক্রিয়া। তবে করোসিন কেমিক্যাল হওয়ায়, খাবার পানির সাথে মিশলে স্বাস্থ্যগত সমস্যা হয়।

শেষ করি আশার কথা বলে। এইতো কয়েক দশক আগে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রামে মানুষ মরে সাফ হয়ে যেতো। ডাক্তার নেই, ঔষধ নেই, পিপাসার্থ, পানিশূন্যতায় মৃত্যু পথযাত্রীকে আমরা কুসংস্কার বলে এক ফোটা পানিও জিহবায় ছোঁয়াতাম না। বট গাছের তলায় অসুস্থ প্রিয়জনকে রেখে, নিজের নাক-মুখ বেঁধে লুকিয়ে চলে আসতাম। আমরা সেই অবস্থা থেকে সরে এসেছি। কুসংস্কার ঝেড়ে মুছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক কোটি অধিবাসীর ঢাকা শহর কে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আমাদের হাজার হাজার বিশেষজ্ঞ ডাক্তার, নার্স অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ডেঙ্গু জ্বর নিয়ে গবেষণা করছে আমাদের চিকিৎসা বিজ্ঞানীগণ। ইনশাআল্লাহ এ অন্ধকার কেটে যাবে, উদিত হবে সোনালি সূর্য। আমরা জয়ী হবো এগিয়ে যাবো।

ডা. মোহাম্মদ সাঈদ এনাম, সাইকিয়াট্রিস্ট

সাইকিয়াট্রিস্ট মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন মেম্বার, আমেরিকান একাডেমি অব নিউরোলজি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়