Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩

কুলাউড়ায় পুলিশি অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক 

পুলিশের অভিযানে মাদকসহ আটক মাহতাব আলী। ছবি- আই নিউজ

পুলিশের অভিযানে মাদকসহ আটক মাহতাব আলী। ছবি- আই নিউজ

পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুলাউড়া থানা পুলিশের এক অভিযাবে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানিয়েছে, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এসআই (নিরস্ত্র) সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান কুলাউড়া থানাধীন ২নং ভূকশিমইল ইউপির হাকালুকি হাওড়ের রাখাল শাহ (রহঃ) ঢের এর উত্তর পাশের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মাহতাব আলী (৪২) কে আটক করে। 

আটক মাহতাব আলী উপজেলার শশারকান্দি গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। আটকের সময় মাহতাবের কাছে ২০০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। 

আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
 
মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ