Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ৫ জুন ২০২৫

শ্রীমঙ্গলে বর্ণমালা সংগীত বিদ্যালয়ের রুপশপুর শাখার উদ্বোধন

বর্ণমালা সংগীত বিদ্যালয়ের রুপশপুর শাখার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আই নিউজ

বর্ণমালা সংগীত বিদ্যালয়ের রুপশপুর শাখার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আই নিউজ

“সুস্থ্য সাংস্কৃতিক চর্চাই আমাদের একমাত্র লক্ষ্য” এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংগীতের অক্ষরে আঁকি সপ্নের ‘বর্ণমালা সংগীত বিদ্যালয়ের’ শুভ উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের উকিলবাড়ি রোডস্থ মাতৃছায়া শিশু কানন কে. জি স্কুলের রুমে বর্ণমালা সংগীত বিদ্যালয়ের রুপশপুর শাখার শুভ উদ্বোধন করা হয়।

বর্ণমালা সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক সজল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রাইষ্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ চার্চ ট্রাষ্ট মৌলভীবাজার জেলার চেয়ারম্যান আইভান সমদ্দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, টিউনস মিউজিকাল একাডেমীর পরিচালক সুমিত পাল, সংগীত শিল্পী প্রীতি পাল, ডেইলি অবজারভার পত্রিকার সাংবাদিক রুপম আচার্য্য, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।

পরিচালক সজল ঘোষ বলেন, “গত ২০০৬ সালে বর্ণমালা সঙ্গীত বিদ্যালয় স্থাপিত হয়। তারপর থেকে বর্ণমালার পথ চলা শুরু। ছাত্র-ছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান যেমন বিজয় দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বর্ষবরণ, একুশে টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম অংশগ্রহন করে আসছি। বর্তমানে বর্ণমালা সঙ্গীত বিদ্যালয়ের ‘রুপশপুর শাখার’ উদ্বোধন করা হয়।”

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ