Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৫ মে ২০২৫,   জ্যৈষ্ঠ ১০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ২৪ মে ২০২৫
আপডেট: ২০:৫৮, ২৪ মে ২০২৫

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সৌন্দর্যবর্ধনে ফুল ও ফলদ বৃক্ষ রোপণ

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণের পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপণ করছে কিছু তরুণ। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণের পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপণ করছে কিছু তরুণ। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সৌন্দর্যবর্ধনে বিভিন্ন জাতের ফুল ও পাখিদের খাবারের জন্য ফলদ বৃক্ষ রোপণ করেছে স্থানীয় কিছু তরুণ। 

শনিবার বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণের পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপণকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে থানার ওসি কাদের ভূঁইয়া, আই নিউজ শ্রীমঙ্গল প্রতিনিধি বিকাশ বিশ্বাস।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কাজল হাজরা, ব্যবসায়ী রাজীব আহমেদ, কদর আলী ও হাসান সারোয়ার জনির উদ্যোগে স্টেশনের পরিত্যক্ত জায়গায় বিভিন্ন জাতের ফুল ও পাখিদের খাবারের জন্য ফলদ বৃক্ষ রোপন করা হয়।

সৌন্দর্যবর্ধনে ক্যাসিয়া জাভানিকা, কাঠ গোলাপ, কৃষ্ণচূড়া, বট গাছ, কদম গাছ, পাকুড় গাছ রোপণ করা হয়।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কাজল হাজরা বলেন, ‘শ্রীমঙ্গল একটি পর্যটক স্পট। এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা প্রতি বছর ভ্রমণ করতে আসে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অনেক পরিত্যক্ত জায়গা পরে রয়েছে। যেহেতু এই স্টেশনের মাধ্যমে পর্যটকেরা জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন।রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের বাড়তি আকর্ষণ করার জন্য আমরা কয়েকজন মিলে বিভিন্ন জাতের ফুল ও পাখিদের খাবারের জন্য ফলদ বৃক্ষ রোপণের উদ্যোগ গ্রহন করি।’

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়