Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি:

প্রকাশিত: ১৯:১৫, ৩ জুন ২০২৫

শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সকালে দুই হাজারের অধিক চা শ্রমিকের অংশগ্রহনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাবের হয়। ছবি: আই নিউজ

সকালে দুই হাজারের অধিক চা শ্রমিকের অংশগ্রহনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাবের হয়। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশের বৃহতম শ্রমিক সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে প্রায় দুই হাজারের অধিক চা শ্রমিকের অংশগ্রহনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সকালে ভাড়াউড়া চা বাগানে বিভিন্ন চা বাগান থেকে প্রায় দুই হাজারের অধিক চা শ্রমিকরা একত্রিত হন। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিন করে কলেজ সড়কের কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দীসহ অন্যান নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “১৯৪৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন দীর্ঘ ৭৭ বছর ধরে বাংলাদেশের চা শ্রমিকদের দাবী আদায়ে সংগঠনটি কাজ করে চলেছে। চা শ্রমিক ইউনিয়ন শক্তিশালী থাকায় শ্রমিকরা সংগঠিত হয়ে তাদের অধিকার আদায়ে মালিকপক্ষের কাছে দাবী জানাতে পারছে।”

পরে দুপুর ১ টার দিকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউসে’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ