Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ১ মার্চ ২০২৩
আপডেট: ১৯:০৭, ১ মার্চ ২০২৩

মৌলভীবাজারে পুলিশ গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্ট উদ্বোধন করেন অতিথিরা। ছবি- আই নিউজ

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্ট উদ্বোধন করেন অতিথিরা। ছবি- আই নিউজ

আজ (১লা মার্চ) মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণকে নিয়ে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

তাছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিছবাহুর রহমান। 

উদ্বোধনী ম্যাচে খেলা দুই দলের ম্যানেজম্যান্ট সদস্যদের সঙ্গে করমর্দন করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ছবি- আই নিউজ 


পুলিশ সুপার গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আই নিউজ প্রতিবেদককে বলেন, জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা এবং এজন্যই এই টুর্নামেন্ট। 

আগামী ৪ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম-সেবা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার সদর। খেলায় কুলাউড়া জয়লাভ করে। দিনের পরবর্তী ম্যাচে খেলছে কমলগঞ্জ উপজেলা ও রাজনগর উপজেলা। 

প্রতিদিন এ টুর্ণামেন্টে দুইটি করে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলা সকাল ৯টায় এবং দ্বিতীয় খেলা দুপুর ১টায়। 

আই নিউজ/এইচএ 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ