Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ৭ মার্চ ২০২৩
আপডেট: ১৩:১৮, ৭ মার্চ ২০২৩

মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি- আই নিউজ

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। ছবি- আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। 

এছাড়া  ৭ মার্চ উপলক্ষে  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

এতে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সোমবার (৭ মার্চ)  সকাল ১০টায়  প্রথমে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা এবং ৭ মার্চ উপলক্ষে  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

আই নিউজ/এইচএ 


Eye News Youtube ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ