Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৬, ৮ মার্চ ২০২৩
আপডেট: ১৭:১৫, ৮ মার্চ ২০২৩

কমলগঞ্জে মাকে হত্যার কথা আদালতে স্বীকার করলো ছেলে

মাকে হত্যার অভিযুগে আটক ছেলে সাধন নুনিয়া (২৩)। ছবি- আই নিউজ

মাকে হত্যার অভিযুগে আটক ছেলে সাধন নুনিয়া (২৩)। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজের মাকে হত্যার অভিযোগে ছেলে সাধন নুনিয়াকে (২৩) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটকের পর আদালতে নিয়ে গেলে সেখানে মাকে হত্যার কথা স্বীকার করেছে সাধন নুনিয়া। 

গতকাল মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১টায় কমলগঞ্জের আলীনগর চা বাগানে নিজ মাকে হত্যার এই ঘটনাটি ঘটে। ঘটনার পর ছেলে সাধন সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার দিন রাত পৌনে তিনটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশীদ চৌধুরীর নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল হত্যাকারী ছেলের গোপন সোর্সের মাধ্যমে আলীনগর চা বাগান থেকে সাধনকে আটক করে। 

কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) দুপুর অনুমান ১ টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে নিহত দেওন্তি নুনিয়ার (৪৫) সাথে তার ছেলে সাধন নুনিয়ার (২৩) কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে সাধন তার হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ভিকটিম দেওন্তি নুনিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। 

চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেওন্তি নুনিয়াকে শমশেরনগর চা বাগান সংলগ্ন ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমলগঞ্জ থানা পুলিশ। 

আই নিউজ/এইচএ 


Eye News Youtube ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ