Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:০৮, ৮ মার্চ ২০২৩
আপডেট: ২০:৩৮, ৮ মার্চ ২০২৩

মেয়র কাপ ক্রিকেটের মেগা ফাইনালে মুখোমুখি ঢাকা-কুলাউড়া

ফাইনালে দুই দলের হয়ে খেলবেন আবুল হাসান রাজু ও এনামুল হক বিজয়।

ফাইনালে দুই দলের হয়ে খেলবেন আবুল হাসান রাজু ও এনামুল হক বিজয়।

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর মেগা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনাল খেলার বাড়তি আকর্ষণ হিসেবে দুই দলের হয়ে খেলবেন জাতীয় দলের তারকা খেলোয়ার আবুল হাসান রাজু এবং এনামুল হক বিজয়। 

বৃহস্পতিবার (৯ মার্চ) ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সোনালি ক্রিকেট কিডস্ বনাম এবিসি স্পোর্টিং ক্লাব, কুলাউড়া, মৌলভীবাজার।

ফাইনাল খেলার ব্যাপারে এর আয়োজক মেয়র ফজলুর রহমান আই নিউজকে জানান, খেলা শুরু হবে সকাল ১০টায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হবে। 

জানা গেছে, সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এবং কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। 

সভাপতিত্ব করবেন মৌলভীবাজার পৌরসভার মেয়র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ফজলুর রহমান। 
 
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এ আসরে অংশ নেয় স্বাগতিক মৌলভীবাজার ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার ১৬টি টিম।

দলগুলো হলো- বয়েজ ক্লাব মিঠুপুর, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার, এ.বি.সি স্পোর্টস একাডেমি হাজীপুর, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি, মৌলভীবাজার স্টার্স, অরবিট ঢাকা, সোনালী কিডস ঢাকা, ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া, স্টাইলিস্ট স্টার মৌলভীবাজার, গ্রিন সিলেট ক্রিকেট একাডেমি, শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ, হবিগঞ্জ ওয়ারিয়র্স, উদীয়মান ক্রিকেট একাডেমি চট্রগ্রাম, ফেন্টম সুনামগঞ্জ ও এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।

টুর্নামেন্টের শুরু হয় ১২ ফেব্রুয়ারি
টুর্নামেন্টের শুরু হয় গত ১২ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়- বয়েজ ক্লাব মিঠুপুর বনাম ক্রিকেট একাডেমি ব্রাহ্মণবাড়িয়া।

এই টুর্ণামেন্টে মেয়রের প্রত্যাশা
এই টুর্ণামেন্টটির আয়োজক মেয়র ফজলুর রহমান বলেন- ‘ইতোমধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হয়েছে। আশা করছি সফলভাবে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টও শেষ হবে হবে। পর্যায়ক্রমে ফুটবলসহ সকল খেলাধুলা আয়োজন করা হবে। তরুণরা খেলাধুলায় মেতে থাকুক। মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকুক। এটা আমাদের প্রত্যাশা।’

আই নিউজ/এইচএ 


Eye News Youtube ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ