Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ১১ মার্চ ২০২৩
আপডেট: ১৭:০০, ১৫ মার্চ ২০২৩

মৌলভী ক্লিনিকে ফ্রি লিভার ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভী পলি ক্লিনিকে লিভার রোগীদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। আই নিউজ

মৌলভী পলি ক্লিনিকে লিভার রোগীদের চিকিৎসা পরামর্শ দিচ্ছেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। আই নিউজ

মৌলভীবাজারে ফ্রি লিভার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) শহরের মৌলভী পলি ক্লিনিকের আয়োজনে দিনব্যাপী প্রায় অর্ধশত রোগী দেখেন দেশের খ্যাতিমান লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। 

এতে লিভারের নানা জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, মৌলভীবাজার শাখার সভাপতি ডা. মো. শাব্বির হোসেন খান।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান । 

উল্লেখ্য জালালাবাদ লিভার ট্রাস্ট সিলেটের উদ্যোগে অঞ্চলে সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 

এছাড়াও ট্রাস্ট বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে বৃহত্তর সিলেটে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

  • আরো পড়ুন : নির্ঘুম রাত কাটানো যে কারণে ভয়ংকর 

এদিকে মৌলভী পলি ক্লিনিক মৌলভীবাজারবাসীকে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছে। চিকিৎসবসেবায় এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। 

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, মৌলভীবাজার শাখার সভাপতি ও মৌলভী পলি ক্লিনিকের অন্যতম পরিচালক ডা. মো. শাব্বির হোসেন খান বলেন, ‘অনেক মানুষ লিভার জটিলতায় ভুগছেন। ঢাকায় গিয়ে ব[ ডাক্তার দেখাতে পারছেন না। তাদের কথা বিবেচনা করে মৌলভী ক্লিনিকে ফ্রি লিভার ক্যাম্প আয়োজন করা হয়। যেখানে দেশের খ্যাতিম্যান লিভার বিশেষজ্ঞ, জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিয়েছেন।’

ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ