Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১১:০০, ১৬ মার্চ ২০২৩

সিলেটের আট ইউনিয়নে চলছে ভোটগ্রহণ 

সিলেট জেলার দুই উপজেলার মোট ৮টি ইউনিয়নে চলছে আজ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোগ্রহণের গ্রহণের কথা রয়েছে। 

এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) বিকালের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়।

সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ভিডিও  মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ