Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ৫ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারে ১৯২ পিস ইয়াবাসহ আটক ১ 

ইয়াবাসহ পুলিশে গ্রেফতার গোলাম সরওয়ার। ছবি- আই নিউজ

ইয়াবাসহ পুলিশে গ্রেফতার গোলাম সরওয়ার। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৯২ পিস ইয়াবাসহ গোলাম সারওয়ার (৩১) নামে একজনকে আটক করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গির্জাপাড়া এলাকার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠের উত্তর পাশের পাকা রাস্তা থেকে গোলাম সারোয়ারকে আটক করে। 

আটক গোলাম সারওয়ার মৌলভীবাজার সদর উপজেলার নড়িয়া গ্রামের আব্দুল মুহিতের ছেলে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর থানার এসআই খায়রুল বাশার পুলিশের একটি দল নিয়ে গির্জাপাড়া এলাকার কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠের উত্তর পাশে অভিযান চালান। সেখান থেকে গোলাপ সরওয়ারকে আটক করেন তারা। এসময় তার কাছ থেকে ১৫২ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য এক মাদক ব্যবসায়ী ৪০ পিস ইয়াবা ফেলে রেখে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। 

পুলিশ সূত্র বলছে, গোলাম সরওয়ার মৌলভীবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

এ ঘটনায় আটককৃত গোলাম সারওয়ার এবং পলাতক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ