Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ৫ এপ্রিল ২০২৩

মার্চ মাসে জেলায় শ্রেষ্ঠ এসআই রাকিবুল, শ্রেষ্ঠ থানা কুলাউড়া 

নির্বাচিত অফিসারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পুলিশ সুপার। ছবি- আই নিউজ

নির্বাচিত অফিসারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন পুলিশ সুপার। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা ও শ্রেষ্ঠ থানা, অফিসারদের পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মার্চ মাসে জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার এসআই মো. রাকিবুল হাসান। এছাড়া কুলাউড়া থানা এই মাসে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিৎ হয়েছে। 

আজ বুধবার (৫ এপ্রিল) পুলিশ  সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক এই অপরাধ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। 

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

পরে মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

২০২৩ সালের মার্চ মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় কুলাউড়া থানা। এছাড়া, শ্রীমঙ্গল থানার মো. রাকিবুল হাসানকে জেলার শ্রেষ্ঠ এসআই  এবং কুলাউড়া থানার বিল্লাল হোসেনকে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার প্রদান করা হয়। 

পুলিশ পরিদর্শক মো. ইউনুস আলী নির্বাচিত হন শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে। আর সদর কোর্টের অর্জুন চন্দ্র বিস্বাস শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই জগদীস দাস শ্রেষ্ঠ জিআরও হিসেবে নির্বাচিত হন। 

মৌলভীবাজার জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআইদের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আরিফুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন। 

অপরদিকে রাজনগর থানার এসআই শওকত মাসুদ ভুইয়া একটি গরু চুরি মামলার রহস্য উদ্ধার, চোরাই গরু উদ্ধার ও আসামি গ্রেফতার এবং টাকা ছিনতাইকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য  বিশেষ পুরস্কার লাভ করেন। 

ডাকাতি ও অস্ত্রসহ ১১ টি মামলার আসামি ইয়াছিন আলী কালা বাবুলকে গ্রেফতারে ভূমিকা রাখায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জকেও সভায় পুরস্কৃত করা হয়। 

এছাড়া মৌলভীবাজার জেলার অপরাধ পরিসংখ্যান সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ মামলার এম/ই পর্যালোচনা এবং তদারকির জন্য অপরাধ শাখা বিশেষ পুরস্কার লাভ করে। 

অন্যদিকে মৌলভীবাজার জেলার বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর কার্যক্রম প্রমাণকসহ সুষ্ঠুভাবে সময় মত প্রেরণ করার জন্য রেঞ্জ অফিস কর্তৃক প্রশংসিত হওয়ায় পুলিশ অফিসের রিডার সরকারি স্বপন কুমার সাহাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। 

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। 

এদিন অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপাঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ