সিলেট
মেয়র আরিফকে নিয়ে ধোঁয়াশা কাটবে ১৯ অথবা ২০ মে

লন্ডনে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ শেষে দেশে ফেরার পর মেয়র আরিফ। ছবি- সংগৃহীত
দিন যতো যাচ্ছে মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে সিলেটের রাজনীতি অঙ্গনে ধোঁয়াশা যেন ততোই বেড়ে চলেছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি-না তা এখনো পরিষ্কার করে জানান নি বিএনপি সমর্থিত এই আলোচিত রাজনীতিবিদ। তবে জানা গেছে এ ব্যাপারে আগামী ১৯ অথবা ২০ মে নিজের সিদ্ধান্তের কথা জানাতে পারেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বিএনপি দলীয় নেতা ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে দলের পাশপাশি এলাকার জনসাধারণের মতামতকেও গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন তিনি। এ অবস্থায় আরিফ প্রার্থী হতে পারেন নগরে এমন গুঞ্জন রয়েছে।
এই গুঞ্জনের মধ্যেই শুক্রবার আরিফুল হক চৌধুরী জানিয়েছেন ১৯ অথবা ২০ মে তিনি নিজের অবস্থান স্পষ্ট করবেন। ওই নগরের রেজিস্টারি মাঠে জনসভা করে প্রার্থী হওয়া বা না হওয়ার বিষয়ে ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। তার ঠিক আগেই নিজের অবস্থান স্পষ্ট করার কথা বলছেন আরিফ।
শুক্রবার মেয়র আরিফুল হক চৌধুরী নগরের ৪১নং ওয়ার্ডের কুচাই পশ্চিমভাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ স্থানীয় এলাকাবাসীর সাথেও কুশল বিনিময় করেন তিনি।
এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে নিজের প্রার্থীতার ব্যাপারে আরিফুল হক বলেন, নগরের সবগুলো ওয়ার্ডের মুরব্বি ও সচেতন মানুষের মতামত নিয়ে আগামী ১৯ বা ২০ এপ্রিল রেজিস্ট্রারি মাঠে জনসভার আয়োজন করে নিজের সিদ্ধান্ত জানাবো।
এসময় সিসিক’র বর্ধিত এলাকাগুলোর জন্য কাজ করার খুব একটা সুযোগ পাননি উল্লেখ করে আরিফ বলেন, যেটুকু সময় পেয়েছি সে সময়ে বর্ধিত ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখেছি। এগুলোতে ড্রেনেজ সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা প্রচুর। এসব সমস্যা সমাধানে বরাদ্দ চেয়ে আমি সরকারের কাছে পরিকল্পনা ও প্রস্তাবনা পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হয়ে যাবে বলে আশা করি।
আরিফ বলেন, আমার দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। আর আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করব কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য নগরের সচেতন ভোটার, শুভাকাঙ্ক্ষীসহ মুরব্বিদের মতামত নিচ্ছি। সবার সাথে আলোচনা করে এবং পরিবেশ পর্যবেক্ষন শেষে আমি আমার সিদ্ধান্ত জানাবো।
এসময় নির্বাচন কমিশনসহ সরকার এবং ইভিএমে ভোটগ্রহণের সমালোচনা করেন আরিফ।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির যুক্তরাজ্য শাখার যুগ্ন সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রতিদিনই নগর চষে বেড়াচ্ছেন তিনি। তবে এখন পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বি কারা হচ্ছেন তা চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরই আরিফের প্রার্থীতা নিয়ে ধোয়াঁশার সৃষ্টি হয়।
তফসিল ঘোষণার আগের দিন যুক্তরাজ্যে সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে নির্বাচনে প্রার্থী না হওয়ার ইঙ্গিত দেন আরিফ। তবে ১৬ এপ্রিল আগে যুক্তরাজ্য থেকে ফিরে সাংবাদিকদের কাছে দেয়া আরিফের বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস মিলেছে।
২০১৩ ও ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ দুটি নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`