Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৭ ১৪৩২

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৮, ৩১ জানুয়ারি ২০২২
আপডেট: ০০:০২, ১ ফেব্রুয়ারি ২০২২

নবীগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাজনা বেগম  (১৮) এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৩১ জানুয়ারি) বিকেল উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সাহেব আলী চৌধুরী'র বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, সদর ইউনিয়নের বড় আলী পুর গ্রামের সবজু মিয়ার দ্বিতীয় স্ত্রীর ছেলে জাকারিয়া (২৩) তার মা বাবার ইচ্ছে মতে পশ্চিম তিমির পুর গ্রামের মৃত আঃ রহিম এর মেয়ে রাজনা বেগম  (১৮) কে  তিন মাস আগে বিয়ে করে। এক সপ্তাহ আগে সাহেব আলী চৌধুরী'র বাসায় উঠেন। তবে ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যায় নি। 

ভাড়াটিয়া বাসার মালিক সাহেব আলী চৌধুরী জানান, এক সপ্তাহ আগে স্বামী জাকারিয়া তার স্ত্রী রাজনা বেগমকে নিয়ে এই বাসায় উঠেন। 

নিহত রাজনা বেগম এর ভাই সুফি মিয়া জানান, কোন কারণে তার বোন খুন হয়েছে তিনি কিছুই জানেন না। 

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, হাত পা বাঁধা গলা কাটা অবস্থা পেয়েছি কিন্তু কোন কারণে খুন হয়েছে তা এখন জানা যায় নি। খুন হওয়া রাজনার স্বামীকে ঘটনাস্থলে না পেয়ে তাকে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক ভাবে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ