Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ২৬ ডিসেম্বর ২০২৩

বাহুবলে চা বাগানে মিলল নারীর আগুনে পো ড়া লা শ

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি চা বাগান থেকে এক নারীর আগুনে পো ড়া লা শ উ দ্ধা র হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, অজ্ঞাত ওই নারীকে হ ত্যা র পর গু ম করার উদ্দেশ্যে পো ড়া নো হতে পারে। 

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাহুবলের কামাইছড়া চা বাগান থেকে লা শ টি উ দ্ধা র করে পুলিশ। 

লা শ উদ্ধারের খবর নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, সকালে চা বাগানে ওই নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ম র দে হ উদ্ধার করে। নি হ তে র পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে।
 
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়