Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫১, ১ আগস্ট ২০২০

মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ শনাক্ত হন নি। এ সময়ে কোনো করোনা রোগীর সুস্থ বা মৃত্যুর তথ্যও পাওয়া যায় নি। শনিবার (১ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এমন চিত্রই দেখা  গেছে।

বেশ কিছুদিন ধরে প্রতিনিয়তই সিলেটের ওসমানীর ল্যাবে মৌলভীবাজার জেলার করোনা সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা হয়ে আসছে। তবে গত ২৪ ঘণ্টায় ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় এই জেলার কারো করোনা পজিটিভ আসে নি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, মৌলভীবাজার জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৮৬ জনের। এর মধ্যে সদরে ৫৮ জন, রাজনগরে ৬৮ জন, কুলাউড়ায় ১৩৯ জন, বড়লেখায় ৭৮ জন, কমলগঞ্জে ৯৭ জন, শ্রীমঙ্গলে ৯৯ জন, জুড়ীতে ৯১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩৫৬ জন রয়েছেন।      

জেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ৫৭১ জন। যার মধ্যে সদরে ২১ জন, রাজনগরে ৬০ জন, কুলাউড়ায় ১১৩ জন, বড়লেখায় ৫৩ জন, কমলগঞ্জে ৭৮ জন, শ্রীমঙ্গলে ৮৩ জন, জুড়ীতে ৫৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ১০৯ জন রয়েছেন।            

মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৩ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি আছেন ৯২ জন  করোনা রোগী। জেলায় এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে গেছেন ৩ হাজার ১৮৫ জন। যাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১২৪ জন।      

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়