মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২১
গণটিকা ক্যাম্পেইন: মৌলভীবাজারে পৌঁছাল আরও ৫৫ হাজার টিকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সারাদেশে গণ পরিসরে টিকা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। দেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে।
দেশের অন্যান্য জেলার মতো মৌলভীবাজারেও পরিচালিত হবে গণটিকাদান কার্যক্রম। এ লক্ষ্যে চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৫৫ হাজার ডোজ টিকা জেলাটিতে পৌঁছেছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টা সিভিল সার্জন কার্যালয়ে টিকা বহনকারী ফ্রিজার ভ্যানটি পৌঁছায়। টিকা গ্রহণ করেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।
আরও পড়ুন: লক্ষ্যমাত্রা ৭৫ লাখে না পৌঁছানো পর্যন্ত টিকা ক্যাম্পেইন চলবে
টিকা গ্রহণকালে আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিক্যাল অফিসার ডা. মনিরা হক, জেলা ইপিআই সুপার (ভারপ্রাপ্ত) শামসুল হক এবং সহকারি স্টোর কিপার (ইপিআই) প্রশান্ত কর্মকার।
বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়।
সেখানে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫-তম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইনে ১ম ডোজ এবং মৌলভীবাজারের ৭টি নির্ধারিত কেন্দ্রে ১ম ও ২য় ডোজ হিসেবে প্রদান করা হবে।
করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেককে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ।
উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর ৪৫ হাজার ও গত ২৫ সেপ্টেম্বর সিনোফার্মের ৯০ হাজার ডোজ করোনা টিকা মৌলভীবাজারে পৌঁছায়।
আইনিউজ/এসডিপি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’