মৌলভীবাজার প্রতিনিধি
বাগানে ফিরেছে প্রাণ, পুরোদমে কাজে নেমেছেন চা শ্রমিকরা
বাগানে বাগানে চা-পাতা তুলতে ব্যস্ত শ্রমিকরা। - ছবি : সাজু মারছিয়াং
সবগুলো বাগানে কাজে ফিরেছেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী কর্তৃক ১৭০ টাকা মজুরি নির্ধানের পর পাল্টে গেছে দৃশ্যপট। আজ সোমবার (২৯ আগস্ট) থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। ফলে বাগানের ফিরেছে প্রাণ।
সরেজমিনে বিভিন্ন বাগান ঘুরে দেখা যায়- বাগানে বাগানে চা-পাতা তুলতে ব্যস্ত শ্রমিকরা। কারো কারো ব্যস্ততা ফ্যাক্টরিতে। দেশের সবকটি বাগানে বিরাজ করছে উৎসবমুখরতা। মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক গীতা কুর্মি বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা। তিনি ১৭০ মজুরি করে দিয়েছেন। এতে আমরা খুশি। মিরতিংগা চা-বাগানের নারী শ্রমিক বিউটি তাঁতী বলেন- ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন। আমরা সেটা মেনে নিয়েছি।
বিউটি তাঁতীর পাশেই দাঁড়ানো কাজলী রিকিয়াশনের প্রশ্ন। পরবের (দুর্গা পূজা)আগে কি বকেয়া বেতন দেবে? সাবিত্রী তাঁতী বলেন- ‘শেখ হাসিনা ১৭০ টাকা মজুরি নির্ধারন করে দিয়েছেন। কোম্পানি (বাগান কর্তৃপক্ষ) বকেয়া না দিয়ে পারবে না। প্রধানমন্ত্রী অবশ্যই আদায় করে দেবেন।
সরেজমিনে দেখা গেছে- প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকা বৃদ্ধির পরপরই পাল্টে গেছে চা বাগানের চিত্র। রোববার (২৮ আগস্ট) চা-বাগানে সাপ্তাহিক ছুটির দিন থাকায় আংশিকভাবে কাজে নামেন শ্রমিকরা। সোমবার (২৯ আগস্ট) থেকে মৌলভীবাজার জেলার ৯৩টিসহ দেশের ১৬৭টি চা বাগানের পুরোদেমে উৎসবমুখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। সকাল থেকে বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে শ্রমিকরা পাতা তোলায় ব্যস্ত।
- আরও পড়ুন: ১৯ দিন পর কাজে ফিরলেন চা শ্রমিকরা
টানা ২০ দিন পর পুরোপুরি কাজে ফিরতে পেরে সাধারণ শ্রমিকরাও খুশি। অনেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে খুশিতে ধামাইল নৃত্যও করেছেন। চা-শ্রমিকদের আস্থা-ভরসার জায়গা সবার উপরে তাঁদের ভাষায় ‘শেখের বেটি শেখ হাসিনা’। তিনি তাঁদের মা।
এদিকে দীর্ঘ ২০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বাগানগুলোর কারখানাও। সকাল থেকে মেশিনের চাকা ঘুরতে শুরু করেছে চা কারখানাগুলোতে। শ্রমিকরা বলছেন তাদের দাবি ছিলো ৩০০ টাকা। তবুও চা-শ্রমিকদের আশা ও ভরসার স্থল বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৭০ টাকাতেই তারা খুশি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা কাজে ফিরেছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা আই নিউজকে বলেন- শ্রমিকরা নব উদ্যমে কাজ নেমে পড়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন সবাই। ১৭০ টাকা ঘোষণার পরপরই বাগানে বাগানে উৎসব আনন্দে মেতে উঠেন সবাই। রোববার চা বাগানের ছুটির দিন হওয়ায় আংশিক শ্রমিকরা কাজে নেমেছিলেন। সোমবার পুরোদমে সবাই কাজে নেমে পড়েছেন। সকলের আস্থা ও ভরসার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন চা শ্রমিকরা। অবশেষে গত ২৭ আগস্ট শনিবার চা বাগান মালিকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক শেষে ১৭০ টাকা ঘোষণার মধ্যে দিয়ে অবসান হলো চা শ্রমিকদের ইতিহাসে টানা ১৯ দিনের আন্দোলন।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’