Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১৪:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২২

কমলগঞ্জে

নাচে-গানে শেষ হলো দেশে প্রথমবার আয়োজিত রাজর্ষি ভাগ্যচন্দ্র স্মরণ-উৎসব

রাজর্ষি ভাগ্যচন্দ্র

রাজর্ষি ভাগ্যচন্দ্র

মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে আকর্ষণীয় নৃত্য মনিপুরী রাস লীলা। আর এই রাসলীলার যিনি প্রবর্তক তিনি রাজর্ষি ভাগ্যচন্দ্র। রাজর্ষি ভাগ্যচন্দ্রের ২২৪ তম প্রয়াণ বার্ষিকীতে বাংলাদেশে প্রথমবারের মতো হয়ে গেলো ২ দিনব্যাপি স্মরণ উৎসব। নৃত্য, নাটক, সঙ্গীতের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করেছেন মনিপুরী সম্প্রাদায়ের মানুষ।

গত ২৬-২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার-বুধবার) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়াপত্তন গ্রামে শ্রী রাধাকিশোর শর্মা মন্ডপে মহাসমারোহে এই উৎসবের আয়োজন করে মণিপুর, ভারত ও ‘রাজর্ষি ভাগ্যচন্দ্র প্রয়াণ বার্ষিকী উদযাপন কমিটি। মণিপুর, ভারত ও ‘রাজর্ষি ভাগ্যচন্দ্র প্রয়াণ বার্ষিকী উদযাপন কমিটি’ বাংলাদেশের যৌথ উদ্যোগে উৎসবটি আয়োজন করা হয়।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিলো ধর্মীয় পুজা, গীতাপাঠ, আরতি, নটসংকীর্তন, মনোহন সাঁই কীর্তন, খুবাক ঈশৈ ও প্রসাদ বিতরণ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন শান্তনা দেবী, এন নীলাক্ষী ভরদ্বাজ, কেয়া সিনহা, মণিপুরী মনোহন সাঁই সভা, মণিপুর, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস, সিলেট, মীতৈ ইন্ডিজেনাস থাং-তা এন্ড কালচারাল ইন্সটিটিউশন, মণিপুর।

অনুষ্ঠানে শেষদিন গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) ‘গৌড় লীলা’ নাটক মঞ্চায়ন করে ভারত থেকে আগত একটি নাট্যদল। সন্ধ্যার পর কানায় কানায় দর্শকে ভরে যায় শ্রী রাধাকিশোর শর্মা মন্ডপ। জগাই-মাধাই, গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ প্রভুর বাল্যলীলাসহ রাধা-কৃষ্ণ প্রেমের নানা বিষয় ফুটে ওঠে এই নাটকে।

দুদিন ব্যাপী চলা এ অনুষ্ঠান দেখতে মনিপুরী সম্প্রদায় ছাড়াও এসে ভিড় জমিয়েছেন স্থানীয় হিন্দু-মুসলিম বাসিন্দারাও। বৈচিত্র্যময় নৃত্য-আত্মরক্ষার্থে মনিপুরীদের ঐতিহ্যবাহী তরবারি যুদ্ধ, ভজন-গীতে দুইদিন জমে ওঠে নয়াপত্তন গ্রামের শ্রী রাধা কিশোরশর্মা মন্ডপ।

মনিপুরী সাংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন সনাতন হামোম। তিনি এই উৎসব কমিটিরও একজন সম্পাদক। তিনি জানান, প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে ভারত থেকে অন্তত দেড়শ মনিপুরী শিল্পী অংশগ্রহণ করেছেন। তবে ভিসা জটিলতার কারণে কিছু ভারতীয় মনিপুরী শিল্পী আসতে পারেন নি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়