Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৬:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। ছবি- আই নিউজ

প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। ছবি- আই নিউজ

সারাদেশে আজ চলছে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩। এর ধারাবাহিকতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার সাগর দিঘী রোডে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্টিত হয়।

প্রদর্শনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবী লীগ সভাপতি আসিকুর রহমান আসিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি আফজাল হক প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদি পশু, পাখি, কবুতরসহ মোট ৪০টি স্টল বসেছে। এসব স্টলে ঘুরে ঘুরে বিভিন্ন জাতের গবাদিপশু দেখছেন প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীরা। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়